অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - জীববিজ্ঞান জীবের পরিবেশ | - | NCTB BOOK
129
129

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. সিমবায়োসিস কী? ব্যাখ্যা কর।
২. প্লাংকটন বলতে কী বোঝায়?
৩. পরজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?
৪. অ্যান্টিবায়োসিস কাকে বলে?
৫. মিউচুয়ালিজম কাকে বলে?

রচনামূলক প্রশ্ন
১. 'বিভিন্ন জীবের মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকে"। ব্যাখ্যা কর।

বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি মৃতজীবী খাদ্যশৃঙ্খল?
ক. ঘাস -হরিণ -বাঘ
গ. জুপ্ল্যাংকটন -মাছ- বক
খ. মুক্তজীব- বিয়োজক -অ্যামিবা
ঘ. সবুজ উদ্ভিদ- পাখি -শিয়াল
২. কমেনসেলিজমের মাধ্যমে-

  1. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয়
    ii. সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না
    iii. সহযোগীদের উভয়ই উপকৃত হয়
    নিচের কোনটি সঠিক?
    ক. i
    খ. i ও il
    গ. ii ও iii
    ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১।

ক. বিয়োজক কী?
খ. খাদ্যজাল কী বুঝিয়ে লেখ।
গ. উপরের খাদ্যজালের কোন খাদ্যশৃঙ্খলটিতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়? কারণ ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত খাদ্যজালে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের কী পরিণতি ঘটবে তা বিশ্লেষণ কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion