১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
নির্যাতিত নিপীড়িত মজলুম বিষ-নজর কারারুদ্ধ প্রতিবাদী কাগমারি সম্মেলন প্রবাসী আত্মসমর্পণ মোহ অনাড়ম্বর
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
প্রবাসী আত্মসমর্পণ মোহ সরকার প্রতিবাদী
ক. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ …………………….হয়ে উঠেছিল।
খ. আজ প্রায় বিশ বছর ধরে আনিস সাহেব…………………।
গ. ……………………..ছাড়া দেশ চালানো মুশকিল ৷
ঘ. সৎলোকের ধনসম্পত্তির উপরে……………… থাকে না ।
ঙ. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর……………………..করে।
৩. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি।
ক. মজলুম জননেতা কে ছিলেন? কেন তাকে মজলুম জননেতা বলা হয় ?
খ. মওলানা ভাসানী কোথায় পড়াশোনা করেন ? গ. কেন তাকে কাগমারি ছাড়তে হয়েছিল?
ঘ. কীভাবে তাঁর নাম মওলানা ভাসানী হলো?
ঙ. পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কী?
চ. শিক্ষার ক্ষেত্রে মওলানা ভাসানী কী অবদান রেখেছেন ?
ছ. মওলানা ভাসানীর জীবন থেকে তুমি কী শিখতে পেরেছ?
৪. নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি।
মজলুম কারারুদ্ধ প্রতিবাদ অনাড়ম্বর মোহ আত্মসমর্পণ নিপীড়িত
৫. জেনে নেই।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ- ব্রিটিশ-বিরোধী আন্দোলনের একজন মহান নেতা। পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮৭০ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার তেলিরবাগ গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি ছিলেন একজন কবি ও সম্পাদক। এ দেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারাজীবন কাজ করেছেন। তিনি ছিলেন বাংলার সাধারণ মানুষের অতি প্রিয় নেতা। ১৯২৫ সালে তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান।
৬. ঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দিই।
ক. মওলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন?
১. নির্যাতিত ৩. সুখী
২. অবহেলিত ৪. বড়লোক
খ. মওলানা ভাসানী কোন পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন ?
১. ইরাকের ২. বাংলাদেশের
৩. ভারতের ৪. পাকিস্তানের
গ. তাঁকে কাগমারি কেন ছাড়তে হয়?
১. গ্রামের মানুষের কারণে ২. জমিদারদের কারণে
৩. ব্যবসায়ীদের কারণে ৪. রাজনৈতিক কারণে
ঘ. মওলানা ভাসানী তাঁর এক ভাষণে কী বলেছেন
১. আমি খেটে-খাওয়া মানুষের কথা বলি ২. আমি আরামপ্রিয় মানুষের কথা বলি
৩. আমি সুখী মানুষের কথা বলি ৪. আমি ভালো মানুষের কথা বলি
ঙ. মওলানা ভাসানী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে গঠন করেন—
১. যুক্তফ্রন্ট ২. যুক্তদল
৩. যুবদল ৪. যুবফ্রন্ট
চ. মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টাপরিষদের কী ছিলেন ?
১. সদস্য ২. প্রেসিডেন্ট
৩. সহকারী ৪. কেউ নন
তিনি কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন?
১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ২. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
৩. শেরে বাংলা ফজলুল হক ৪. শেখ মুজিবুর রহমান
৭. বাক্যের সাথে মিল করে ঠিক শব্দের উপর টিক (√) চিহ্ন দিই।
ক. মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন-মওলানা ভাসানী/শেরে বাংলা/ শহীদ সোহরাওয়ার্দী
খ. মওলানা ভাসানী কারারুদ্ধ হওয়ার পর মুক্তি পান—তেরো/পনেরো/ সতেরো মাস পরে
গ. তাঁকে ভাসানী নাম দেয়—ভাসানচরের/ কাগমারীর/ ঢাকার সমাবেশের পর
ঘ. মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা-পুড়িয়ে দেয়/ পাহারা দেয়/
তাদের দখলে নিয়ে নেয়।
common.read_more