অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক গণিত গড় | - | NCTB BOOK
150
150

১. গড় নির্ণয় কর:

(১) ৮, ১০, ১৩, ৭, ৯, ১০ (৩) ১৩৪, ১৩৬, ১৩২, ১৩৮ (২) ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭ (৪) ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০

২. ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের কর।

৩. একটি গাভি থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে।

বারশনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতি

শুক্র

দুধ (লিটার)

১৩

১৬

১৫

১৩

১৭

১৪

১৭

সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় কর এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের কর:

 

বাংলা

গণিত

ইংরেজি

বিজ্ঞান

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সোহেল

৬৮

৯৫

৫৬

৯০

৬৫

 

৭২

৭৮

৮৪

৮০

৮৬

৫. একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩২° সে। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে?

ক) আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সে।

খ) সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সে ছিল আগস্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি।

গ) আগস্ট মাসে কোন দিনই তাপমাত্রা ৩২° সে এর চেয়ে বেশি হয়নি।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion