আবহাওয়া ও জলবায়ুর উপাদান

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক বিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু | - | NCTB BOOK
695
695

আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন— তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান।

প্রশ্ন : আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে ?

কাজ : আর্দ্রতা ও বৃষ্টিপাত

কী করতে হবে :

১. নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ করি। 

২. বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। 

৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

 মাসিক গড় বৃষ্টিপাত (মিলিমিটার)মাসিক গড় আর্দ্রতা (%)
জানুয়ারি৫৪
ফেব্রুয়ারি৩২৪৯
মার্চ৬১৪৫
এপ্রিল১৩৭৫৫
মে২৪৫৭২
জুন৩১৫৭৯
জুলাই৩২৯৭৯
আগস্ট৩৩৭৭৮
সেপ্টেম্বর২৪৮৭৮
অক্টোবর১৩৪৭২
নভেম্বর২৪৬৬
ডিসেম্বর৬৩
common.content_added_by

সারসংক্ষেপ

157
157

আর্দ্রতা হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion