কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের কম্পোন্যান্ট সমূহের সার্কিটের সংযোগ স্থাপন ও টেষ্ট (১.১)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
165
165

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের কম্পোন্যান্ট সমূহের সার্কিটের সংযোগ স্থাপন ও টেষ্ট

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের কম্পোনেন্ট সমূহের সার্কিটের সংযোগ স্থাপন ও টেষ্ট করার প্রস্তুতি গ্রহণ সম্পর্কে জানতে পারব।

কর্মক্ষেত্রের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সুরক্ষা পোশাক (PPE) Personal Protective Equipment ব্যবহার নিশ্চিত করতে হবে। সুরক্ষা ব্যতিত কর্মক্ষেত্রে দূর্ঘটনা ঘটতে পারে।

common.content_added_by

কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা (১.১.১)

179
179

কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা

বর্তমান ডিজিটাল যুগে আমরা সবাই স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে অত্যন্ত সচেতন। বিশ্ব শিল্পায়নের এই যুগে, কর্মক্ষেত্রে জড়িত শ্রমিকরা প্রতিদিন বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। তারা সবসময় অসুস্থ, আহত, বিকলঙ্গ বা এমনকি মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত থাকে। ২০১৪ সালের আই.এল.ও.এর হিসাব মতে বছরে ২ কোটি ৩০ লক্ষ দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে ২০ লক্ষ মারা গেছে কর্মক্ষেত্র সম্পর্কিত কারণে। এর বিরাট প্রভাব পড়েছে বিভিন্ন সেক্টরে, একদিকে যেমন অনেক জীবন অকালে ঝরে গেছে, অন্যদিকে তেমনি দক্ষ শ্রমিক কমে গেছে, এটা অন্যান্য শ্রমিকদের মনোবলকে প্রভাবিত করেছে। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে আমাদের দেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য এই প্রভাব অনেক মুখ্য একটি বিষয়।

স্বাস্থ্য ও নিরাপত্তার সার্বিক বিষয়ের মধ্যে অন্যতম হল-

  • অগ্নি নিরাপত্তা 
  • বৈদ্যুতিক নিরাপত্তা 
  • কর্মস্থলের নিরাপত্তা
  • আরগোনোমিক 
  • কেমিক্যাল ব্যবস্থাপনা 
  • বর্জ্য ব্যবস্থাপনা 
  • দুর্যোগ ব্যবস্থাপনা

 

common.content_added_by

কর্মক্ষেত্রে ঝুঁকি (১.১.২)

978
978

কর্মক্ষেত্রে ঝুঁকি

কর্মক্ষেত্রে জান, মাল ও সম্পদের ক্ষতির সমূহ সম্ভাবনাকে ঝুঁকি বা রিক্স (Risk) বলে। আর ক্ষতি সাধনের জন্য সক্রিয় উপাদানগুলিকে বলে হ্যাজার্ড (Hazard)।

কর্মক্ষেত্রে ঝুঁকির উপাদান বা হ্যাজার্ড-

  • অরক্ষিত মেশিন 
  • অগোছালো কর্মস্থল 
  • ওয়েল্ডিংয়ের কাজ
  • উচ্চ শব্দ 
  • ক্ষতিকর রাসায়নিক 
  • অসুবিধাজনক অবস্থানে কাজ করা
  • ভারী বস্তু উঠানামা করা 
  • আবদ্ধস্থানে কাজ করা 
  • স্ব-উদ্ভাবিত সরঞ্জাম 
  • মেশিন চালু রেখে স্থান ত্যাগ
  • অপর্যাপ্ত আলো
  • শিফটের পরে বা একাকী কাজ করা ।

 

common.content_added_by

হ্যাজার্ড নিয়ন্ত্রণের ধাপ (১.১.৩)

203
203

হ্যাজার্ড নিয়ন্ত্রণের ধাপ

  • অপসারণ 
  • প্রতিস্থাপন 
  • বিচ্ছিন্ন করণ 
  • ইঞ্জিনিয়ারিং 
  • প্রশাসন 
  • পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE)

 

common.content_added_by

কর্মক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা (১.১.৪)

218
218

কর্মক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা (First aid )

প্রাথমিক চিকিৎসা কী ? 

একজন আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সহযোগিতা বা সেবা প্রদান করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। অন্যভাবে আমরা বলতে পারি কোন দৈব দূর্ঘটনা, প্রাকৃতিক দূর্যোগ কিংবা আপদকালীন সময়ে কোনো আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে অথবা হাসপাতালে বা অন্য কোন চিকিৎসা কেন্দ্রে প্রেরণের পূর্বে তার অবস্থার যাতে অবনতি না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রাথমিক চিকিৎসা বলে ।

প্রাথমিক চিকিৎসার লক্ষ্য/ উদ্দেশ্য -

  • জীবন রক্ষা বা আঘাত উপশমের ব্যবস্থা করা 
  • রোগীর অবস্থা যাতে আরও অবনতির দিকে না যায় তার ব্যবস্থা গ্রহণ করা 
  • আরোগ্য লাভ বা পুনঃরুদ্ধারের অগ্রগতি সাধনে সহায়তা করা 
  • ভাঙ্গা হাড় অনড় রাখা 
  • ব্যথার উপশম করা

প্রাথমিক চিকিৎসায় করণীয়-

  • কী ঘটেছে খুঁজে বের করা 
  • যে কোনো বিপদাপদ থেকে সাবধান হওয়া এবং এদের মোকাবেলায় সঠিক ব্যবস্থা গ্রহণ করা 
  • রোগীর জখম বা অবস্থার সঙ্গে ধীরস্থির মস্তিষ্ক এবং দক্ষভাবে মোকাবেলা করা 
  • হাতের কাছে যা কিছু পাওয়া যাবে, তা কাজে লাগিয়ে সেবা দেয়া 
  • আহতের যত্নের পরবর্তী পর্যায়ের ব্যবস্থা করা 
  • বিশ্রামের পরামর্শ দেয়া অথবা আহতকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা

প্রাথমিক চিকিৎসকের বর্জনীয় -

  • নিজেকে ডাক্তার মনে করা 
  • আহতকে মৃত বলে ঘোষণা করা 
  • বিষ পানের রোগীকে ঘুমাতে দেয়া 
  • অজ্ঞান অবস্থায় রোগীকে কিছু খেতে দেয়া

প্রাথমিক চিকিৎসার কার্যস্তর -

লক্ষণ নির্ণয়: প্রাথমিক চিকিৎসককে সর্বপ্রথম রোগীর বিভিন্ন লক্ষণ দেখে রোগ বা করনীয় নির্ণয় করতে হবে। চিকিৎসা: রোগীর দূর্ঘটনার কারণ বা রোগ নির্ণয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হবে। 

স্থানান্তরঃ পরিস্থিতি অনুযায়ী রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে বা তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

 

 

common.content_added_by

স্বাস্থ্য ও নিরাপত্তার মৌলিক নীতি (১.১.৫)

184
184

স্বাস্থ্য ও নিরাপত্তার মৌলিক নীতি

  • মেশিনসমূহ পরিপাটি করে রাখতে হবে 
  • টুলস শ্রেণি মোতাবেক গুছিয়ে রাখতে হবে 
  • যেখানে সম্ভব বেড়া বা ঢাকনা দিয়ে রাখতে হবে 
  • আবর্জনা/উচ্ছিষ্ট যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে 
  • পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা জরুরি 
  • অগ্নি নিরাপত্তার ইকুইপমেন্টের অবস্থান সম্পর্কে সজাগ থাকতে হবে

 

 

common.content_added_by

ব্যক্তিগত নিরাপত্তা বিধি (১.১.৬)

242
242

ব্যক্তিগত নিরাপত্তা বিধি

  • প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরিধান করতে হবে 
  • কর্মক্ষেত্রে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না 
  • ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে 
  • মাথায় লম্বা চুল থাকলে বেঁধে রাখতে হবে 
  • কর্মক্ষেত্রে অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে
  • অন্য ব্যক্তি যখন মেশিনে কাজ করে, তাকে কোনভাবে বিরক্ত বা মনোযোগ বিভ্রান্ত করা যাবে না 
  • নিরাপত্তা বিঘ্নের কোন কারণ ঘটার সঙ্গে সঙ্গে উর্দ্ধতনকে জানাতে হবে

 

common.content_added_by

নিরাপত্তা ব্যবস্থাপনা (১.১.৭)

206
206

নিরাপত্তা ব্যবস্থাপনা

  • কেবলমাত্র যোগ্যতাসম্পন্ন ও উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই মেশিন চালনা করবে 
  • মেশিন চালু করার পূর্বে নিশ্চিত হতে হবে যে, বিপদজনক অংশে প্রয়োজনীয় গার্ড আছে মেশিন চালনার উপযুক্ত ড্রেস পরিধান করতে হবে 
  • চলমান ও ঘূর্ণায়মাণ যন্ত্রপাতি ও মেশিন সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে 
  • নতুন কোন মেশিন চালনার আগে, সেফটি ইস্যু ভালভাবে জেনে নিতে হবে
  • বৈদ্যুতিক সরঞ্জাম ও উপকরণ ব্যবহারের পূর্বে তারের অবস্থা পরীক্ষা করতে হবে 
  • মেঝের উপর দিয়ে বৈদ্যুতিক তার টেনে নেওয়া থেকে বিরত থাকতে হবে 
  • বৈদ্যুতিক তার পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে 
  • কম্প্রেসরের হাওয়া পরিধেয় কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা যাবে না
  • সকল বৈদ্যুতিক সরঞ্জাম ও উপকরণ আর্থিং যুক্ত সার্কিট ব্রেকার থেকে সংযোগ দিতে হবে 
  • ওয়ার্কশপের মধ্যে খাওয়া-দাওয়া সম্পূর্ণ নিষেধ

 

common.content_added_by

সুরক্ষা পোশাক (১.১.৮)

233
233

সুরক্ষা পোশাক

সুরক্ষায় ব্যবহৃত সুরক্ষা পোশাক (Personal Protective Equipment) বা পিপিই গুলো অ্যালোন, হ্যান্ড গ্লাन, যক্ষ, স, সু এগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে

 

 

common.content_added_by

টুলস ও মেজারিং ইন্সট্রুমেন্ট (১.১.৯)

254
254

টুলস ও মেজারিং ইন্সট্রুমেন্ট

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস টেষ্ট করার প্রস্তুতিতে অবশ্যই টুলস ও মেজারিং ইন্সট্রুমেন্ট দরকার হবে। টুলস ও মেজারিং ইন্সট্রুমেন্ট নাম ও ব্যবহার বিধি জানা থাকলে কাজ সহজ হয়।

 

 

common.content_added_by

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সের কম্পোন্যান্ট সমূহের সংযোগ স্থাপন (১.১.১০)

149
149

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সের কম্পোন্যান্ট সমূহের সংযোগ স্থাপন

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস হল সেই সব সরঞ্জামাদি বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন- ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লেকেস, বোতল কুলার ইত্যাদি। এই সব কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস গুলোতে রেফ্রিজারেশন সাইকেল ( Refrigeration Cycle) ব্যবহৃত হয়, এই সাইকেলকে মেকানিক্যাল সার্কিট বলে।

ডি-হিউমিডিফায়ার

ডি-হিউমিডিফায়ার কক্ষের বাতাসের আর্দ্রতা অর্থাৎ বাতাসের মধ্যস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কমায়। গরম আর্দ্রতা যুক্ত বায়ু ঠাণ্ডা ইভাপোরেটরের উপর দিয়ে প্রবাহিত হয় এবং আর্দ্রতা ঘনীভূত হয়ে ভরন হয়। ডি- হিউমিডিফায়ারের তাপমাত্রা রাখা হয় ৫৫ ডিগ্রি ফারেনহাইট। এছাড়া আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইপ্রো মিটার (Hygrometer)। এটি দেখতে থার্মোমিটারের যত।

বাজারে তিন ধরনের হাইগ্রোমিটার (Hygrometer) পাওয়া যায়-

  • হেয়ার হাইগ্রোমিটার (Hair Hygrometer) 
  • ইনফ্রারেড হাইগ্রোমিটার (Infrared Hygrometer) 
  • ইলেকট্রিক্যাল হাইগ্রোমিটার (ElectricalHygrometer )

সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্ট

  • কম্প্রেসর
  • কন্ডেনসার
  • ইভাপোরেটর
  • এক্সপানশন ভাল্ভ
  • বৈদ্যুতিক ফ্যান

বর্ণনা : 

এই সার্কিটে ব্যবহৃত কম্পোন্যান্ট কন্ডেনসার, কম্প্রেসর, ইভাপোরেটর ও এক্সপানশন ভালত। কম্প্রেসর ভ্যাপার রেফ্রিজারেন্ট কে সংকুচিত করে কন্ডেনসারে পাঠায়। এখানে তাপ ও চাপ বুদ্ধ রেফ্রিজারেন্ট থেকে তাপ অপসারণ করা হয়। এক্সপানশন ভালও ঐ চাপ যুক্ত রেফ্রিজারেন্ট থেকে চাগ অপসারণ করে ইভাপোরেটরে পাঠায়। এখানে তাপ ও চাপ মুক্ত রেফ্রিজারেন্ট পারিপার্শ্বিক তাপ ইভাপোরেটর সংগ্রহ করে বাস্পায়িত হয়ে পুনরায় কম্প্রেসরে আসে।

 

 

common.content_added_by

টেকনিক্যাল স্পেসিফিকেশন (১.১.১১)

199
199

টেকনিক্যাল স্পেসিফিকেশন

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস সার্কিটে ব্যবহৃত কম্পোন্যান্ট ক্রয়ের ক্ষেত্রে টেকনিক্যাল স্পেসিফিকেশন অবশ্যই জানা দরকার। সাধারণত ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লেকেইস ও বোতল কুলারে একই ধরনের মেকানিক্যাল কম্পোন্যান্ট ব্যবহৃত হয়।

কম্প্রেসর 

কম্প্রেসর ইলেকট্রিক মোটর দিয়ে চালিত হয়। সাধারণত একে মেকানিক্যাল ও ইলেকট্রিক দুইটি অংশে ভাগ করা হয়। নতুন মোটর ক্রয়ের ক্ষেত্রে টেকনিক্যাল স্পেসিফিকেশন অবশ্যই জানা দরকার। কম্প্রেসরের গায়ে ব্যবহৃত নেমপ্লেটে টেকনিক্যাল স্পেসিফিকেশন দেয়া থাকে।

টেকনিক্যাল স্পেসিফিকেশন-

 

কন্ডেনসার ও ইভাপোরেটর

কন্ডেনসার ও ইভাপোরেটর উভয়ই টিউব দিয়ে তৈরি হয়। কন্ডেনসার তাপ বর্জন করে, ইভাপোরেটর ভাপ শোষণ করে।

টেকনিক্যাল স্পেসিফিকেশন-

ক) অভ্যন্তর টিউবের ডায়া 

খ) বাহিরের টিউবের ডায়া

গ) ফিন্স থিকনেস 

গ) ফিন্স ডিসটেন্স

৯) টিউনের সংখ্যা

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion