সমতুল ভগ্নাংশ (৬.২)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় ভগ্নাংশ | - | NCTB BOOK
91
91

লক্ষ করি, দুটি সমান বর্গাকার ক্ষেত্রের ১নং চিত্রে দুই ভাগের এক ভাগ, অর্থাৎ 12অংশ কালো রং করা হয়েছে এবং ২নং চিত্রে চার ভাগের দুই ভাগ, অর্থাৎ 24অংশ কালো রং করা হয়েছে। কিন্তু দেখা যায়, দুই চিত্রের মোট কালো রং করা অংশ সমান।

অতএব, আমরা লিখতে পারি, 12=1×22×2=24; আবার,12=1×32×3=36

এভাবে 12=24=36=510=.............., এগুলো পরস্পর সমতুল ভগ্নাংশ।

একইভাবে বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, ab=a×cb×c=acbc [লব ও হরকে দ্বারা গুণ করে, c 0]

ab এবং acbcপরস্পর সমতুল ভগ্নাংশ।

লক্ষণীয় যে, কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।

কাজ: 25এবং axএর প্রতিটির তিনটি করে সমতুল ভগ্নাংশ লেখ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion