সূরা কাফিরুন

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা কুরআন মজিদ শিক্ষা | - | NCTB BOOK
234
234

                                                                পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে

                                                                         মক্কি সূরা, আয়াত সংখ্যা-৬

বাংলা উচ্চারণ:

১. স্কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 

২. লা আবুদু মা তাবুদুন। 

৩. ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 

৪. ওয়া লা আনা আবিদুম মা আবামতুম। 

৫. ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ। 

৬. লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

অর্থ : 

১. বল, হে কাফিরগণ। 

২. আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা কর। 

৩. এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি । 

৪. এবং আমি ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করে আসছ । 

৫. এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি। 

৬. তোমাদের দীন তোমাদের, আর আমার দীন আমার জন্য ।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion