Academy

ফাহিম বিশ্বাস করে, আল-কুরআন আল্লাহর বাণী। এটি শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি অবতীর্ণ হয়েছে। সে আল-কুরআনের আদেশ-নিষেধসমূহ মেনে চলার চেষ্টা করে। অপরদিকে ফাহিমের বন্ধু নাঈম তার এলাকার খতিবের নিকট অভিমত ব্যক্ত করেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, তবে এ মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাঈমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। 

নাঈমের মানসিকতা চিহ্নিতপূর্বক তার সম্পর্কে খতিব সাহেবের উক্তিটির যথার্থতা নিরূপণ কর। (উচ্চতর দক্ষতা)

dsuc.created: 2 weeks ago | dsuc.updated: 2 weeks ago
dsuc.updated: 2 weeks ago

ইসলাম ও নৈতিক শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion