ইরান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
649
649
  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Republic of Iran
  • রাজধানীঃ তেহরান
  • ভাষাঃ ফার্সি
  • মুদ্রঃ রিয়াল

মৌলিক তথ্য

ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। ১৯৭৯ সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং ১৯৮৯ সালের সংশোধনী ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে। চেঙ্গিস খান (মোঙ্গল নেতা) ইরান দখল করে ১২২০ সালে। ১৯৩৫ সালে পারস্য নাম পরিবর্তন করে ইরান করা হয়।

জেনে নিই

  • ইরানের পূর্ব নাম- পারস্য। ইরানের প্রদেশ ৩১ টি
  • ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লা রুহুল্লাহ্ আল খোমেনি
  • ফার্সি ভাষার বিখ্যাত কবি- শেখ সাদি ।
  • ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে।
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- (আবু মুসা)।
  • ইরাক-ইরান যুদ্ধে জাতিসংঘ শান্তিরক্ষীর সংক্ষিপ্ত নাম- UNIIMOG (১৯৮৮
  • ফ্রিডম মুভমেন্ট যে দেশের সংগঠন- ইরানের।
  • ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা অবস্থিত- ইস্পাহানে ।
  • ইরান যে উপসাগরের তীরে অবস্থিত- পারস্য উপসাগর।
  • ইরানে ইসলামী বিপ্লব ঘটে- ১৯৭৯ সালে।
  • দত্ত-ই-লুত ইরানের একটি মরুভূমির নাম। বাম- নগরী ইরানে অবস্থিত।
  • বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত- ইরানের আবাদান নগরীতে।
  • ইরানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা- ভিভাক, সাভাক ।
  • ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র- বুশাহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ক) মোহাম্মদ খাতামী
খ) আয়াতুল্লাহ খোমেনী
গ) মাহমুদ আহমদি নেজাদ
ঘ) আলী চিস্থানী

ইমাম খামেনী

512
512
common.please_contribute_to_add_content_into ইমাম খামেনী.
common.content
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion