উত্তর আমেরিকা মহাদেশ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
3.6k
3.6k

উত্তর আমেরিকা মহাদেশের অঞ্চল ভিত্তিক ৪৮টি স্বাধীন দেশ 

উত্তর আমেরিকা

৩ টি 

  • ১. মেক্সিকো 
  • ২. যুক্তরাষ্ট্র 
  • ৩. কানাডা 

 

মধ্য আমেরিকা

৭টি

  • ১.এল সালভেদর
  • ২. হন্ডুরাস
  • ৩. বেলিজ
  • ৪. গুয়েতেমালা
  • ৫. নিকারাগুয়া
  • ৬. কোস্টারিকা
  • ৭. পানামা

ক্যারিবিয়ান অঞ্চল

১৩ টি 

  • ১. বাহামা দ্বীপপুঞ্জ
  • ২. বার্বাডোস
  • ৩. কিউবা
  • ৪. ডোমিনিকা
  • ৫. ডোমিনিকা ন প্রজাতন্ত্র
  • ৬. গ্রানাডা
  • ৭. হাইতি
  • ৮. জ্যামাইকা
  • ৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  • ১০. সেন্ট লুসিয়া
  • ১১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রাসাডাইস
  • ১২. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  • ১৩. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা

 

উত্তর আমেরিকা মহাদেশের প্রাথমিক তথ্য

  • পানামা খাল খনন করে- যুক্তরাষ্ট্র।
  • পানামা খাল যুক্ত করেছে- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। 
  • যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামা খাল হস্তান্তর করে- ১৯৯৯ সালে।
  •  ম্যাপল পাতার দেশ বলা হয়- কানাডাকে।
  • ‘ইনকা সভ্যতা' ছিল- পেরুতে। 
  •  কিউবার ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় - ১৯৬২ সালে।
  • পৃথিবীর চিনি উৎপাদনকারী প্রধান দেশ – কিউবা । 
  •  'মুক্তার দেশ" বলা হয়- কিউবাকে।
  • 'ক্যাম্প এক্সরে'- কিউবার গুয়েনতানামো বে ।
  •  'কোস্টারিকা' অর্থ - ধনী উপকূল।
  •  'মধ্য আমেরিকার সুইজারল্যান্ড' বলা হয়- কোস্টারিকাকে।
  •  মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য আলোচিত দেশ- কলম্বিয়া।
  •  'ফার্ক গেরিলা সংগঠনের দেশ - কলম্বিয়ার। 
  •  ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম - আর্জেন্টিনাতে।
  •  দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ - ব্রাজিল ।
  •  বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণাঙ্গ দেশ- ভেনিজুয়েলা ।
  • 'ক্ষুদে ভেনিস' নামে পরিচিত- ভেনিজুয়েলা।
  •  'পশ্চিমের জিব্রাল্টার বলা হয়- কানাডাকে।
  •  ফরাসি ভাষাভাষীর লোক কানাডার কুইবেক অঞ্চলে সর্বাধিক।
  • বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার নাম- মায়া সভ্যতা। 
  • মায়া সভ্যতা গড়ে ওঠেছিল- মেক্সিকো তথা মধ্য আমেরিকায়।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র

1.1k
1.1k
  • রাষ্ট্রীয় নামঃ United States of America (USA)
  • রাজধানীঃ ওয়াসিংটন ডিসি
  • ভাষাঃ ইংরেজি 
  • মুদ্রাঃ ডলার 

 

মৌলিক তথ্য

আমেরিকা আবিষ্কার করেন ইতালিয় নাবিক কলম্বাস ১৪৯২ সালে। আমেরিগো ভেসপুচি আমেরিকায় আসেন ১৪৯৭ সালে। পরবর্তীতে তার নামে আমেরিকা নামকরণ হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ স্থাপন করে ১৬০৭ খ্রিস্টাব্দে। বর্তমানে আমেরিকার ৫০টি রাজ্য রয়েছে। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।

 

আমেরিকার স্বাধীনতা

  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সময়কাল (১৭৭৫-১৭৮৩)।
  • আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় ৪ জুলাই।
  •  স্বাধীনতা ঘোষণা করা হয় ইন্ডিপেন্ডেন্ট হল থেকে। 
  •  স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেন- থমাস জেফারসন।
  •  স্বাধীনতার নায়ক- জর্জ ওয়াশিংটন।
  • স্বাধীনতা লাভ করে ১৭৮৩ সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে।
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজ সৈন্য পরিচালনাকারী সেনাপতি ছিল- লর্ড কর্নওয়ালিস।

 

প্রশাসনিক কাঠামো

যুক্তরাষ্ট্র গঠিত হয় ৫০টি অঙ্গরাজ্য এবং একটি স্বাধীন ফেডারেল জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ১৩টি রেখা এবং ৫০টি তারা। ১৩টি রেখা দ্বারা স্বাধীনতা যুদ্ধের সময়কালীন ১৩টি রাজ্যকে বোঝানো হয়েছে এবং ৫০টি তারকা দিয়ে ৫০টি অঙ্গরাজ্যকে বোঝানো হয়েছে।

  • মোট অঙ্গরাজ্য- ৫০ টি।
  • স্বাধীনতা যুদ্ধকালে অঙ্গরাজ্য ছিল- ১৩ টি।
  • ১৮০৩ সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে- লুইসিয়ানা রাজ্যটি
  • ১৮৬৭ সালে রাশিয়ার নিকট থেকে ক্রয় করে- আলাস্কা রাজ্যটি।
  •  জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- ক্যালিফোর্নিয়া ।
  • জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- উওমিং।
  • আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- আলাস্কা । 
  • আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- রোডস দ্বীপপুঞ্জ ।
  •   যুক্তরাষ্ট্র ইউনিয়নে যে স্টেট সর্বশেষে যোগ দেয়- হাওয়াই (১৯৫৯)।

 

বিশ্ব বাণিজ্য কেন্দ্র 

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন এলাকায় অবস্থিত ৭টি ভবনের একটি স্থাপনা ।
  • স্থাপনাটির সবচেয়ে উঁচু দুটি টাওয়ার ১১০ তলা বিশিষ্ট ছিল। 
  • উঁচু দুটি টাওয়ারের নামানুসারে এটি টুইন টাওয়ার নামে খ্যাত ছিল।
  •  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার বিমান হামলায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত হয়।
  •  এই ঘটনাটি Nine Eleven (9/11) নামে পরিচিত। 
  • টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন গ্রাউন্ড জিরো' নামে পরিচিত।

 

common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী

439
439
common.please_contribute_to_add_content_into এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী.
common.content

আমেরিকার স্বাধীনতা

499
499
common.please_contribute_to_add_content_into আমেরিকার স্বাধীনতা.
common.content

হোয়াইট হাউজ

568
568
  • এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবন। 
  • হোয়াইট হাউজে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট (২য় মার্কিন প্রেসিডেন্ট) জন এডামস।
  • স্থাপতি- আইরিশ জেমস হোবান ।
  • হোয়াইট এ বসবাস করেননি- প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। 
  • এডাল আফিস- হোয়াইট হাউসের অংশবিশেষ, মার্কিন প্রেসিডেন্ট সরকারি কার্যালয়। 
  •  ভার্জিনিয়ায় অবস্থিত পেন্টাগন হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

আব্রাহাম লিংকন
বেঞ্জামিন হ্যারিসন
জর্জ ওয়াশিংটন
রুজভেল্ট
আব্রাহাম লিংকন
বেঞ্জামিন হ্যারিসন
জর্জ ওয়াশিংটন
রুজভেল্ট

স্ট্যাচু অব লিবার্টি

518
518
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এক ঐতিহাসিক ও শ্রদ্ধার নিদর্শন হল স্ট্যাচু অব লিবার্টি'।
  • এটি নিউইয়র্কের হাডসন নদীর তীরে যুক্তরাষ্ট্রের লিবার্টি আইল্যান্ডের নিউইয়র্ক পোতাশ্রয়ে স্থাপিত। 
  • ১৮৮৬ সালে ফ্রান্স এটি যুক্তরাষ্ট্রকে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে উপহার দেয়।
  • 'স্ট্যাচু অব লিবার্টি' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৮৮৬ সালের ২৮ অক্টোবর। 
  • "স্ট্যাচু অব লিবার্টি' জাতীয় সৌধ হিসাবে স্বীকৃতি পায় ১৯২৪ সালে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ফ্রান্সের আইল্যান্ডে
নিউ ইয়র্কের আইল্যান্ডে
জাপানের ভূমিতে
ভারতের দিল্লিতে

বোস্টন চা পার্টি

440
440
  •  ১৭৭৩ সালে বিভিন্ন ঘটনার পরিক্রমায় ব্রিটিশ পার্লামেন্টে 'চা আইন পাস হয়।
  •  'চা আইন' এর প্রতিক্রিয়ায় আমেরিকানরা পালন করে বোস্টন চা পার্টি।
  •  বোস্টন চা পার্টি মূলত 'জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়ার  মধ্য দিয়ে ব্রিটিশ  বণিকদের বিরুদ্ধে আমেরিকার প্রতিবাদকে বুঝায়।
common.content_added_and_updated_by

ওয়াল স্ট্রিট

557
557
common.please_contribute_to_add_content_into ওয়াল স্ট্রিট.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

সিনেট

621
621

পার্ল হারবাল

502
502
  • পার্ল হারবার হলো যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি।
  • জাপান আক্রমণ করে ১৯৪১ সালের ৭ ডিম্বসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ।
  •  এ আক্রমণের কারণেই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।
  •  যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা ও ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় ।
  • বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
common.content_added_by

মনরো ডক্ট্রিন

467
467
  • ঘোষণার সাল- ১৮২৩ সালের নভেম্বর মাসে।
  • ঘোষণা করেন- যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো।
  •  বিষয়বস্তু- কোনো ইউরোপীয় রাষ্ট্র যদি পশ্চিম গোলার্ধের কোনো রাষ্ট্রের ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা তাদের রাষ্ট্রীয় স্বাধীনতার পরিপন্থী; তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ষড়যন্ত্রে বাধা দেবে। 
common.content_added_by

ট্রুম্যান ডক্ট্রিন

487
487
  • ঘোষণার সাল- ১২ মার্চ, ১৯৪৭ খ্রি.।
  • ঘোষণা করেন- হ্যারি এস ট্রুম্যান।
  • ট্রুম্যান ডক্ট্রিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পররাষ্ট্রনীতি।
  • বিষয়বস্তু - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে পুনর্গঠনের জন্য এবং তুরস্ক, গ্রিসের শঙ্কা থেকে ইউরোপকে রক্ষার জন্য আর্থিক প্যাকেজ। 
  • এটিকে ১৯৪৯ সালের ৪ এপ্রিল NATO গঠনের ভিত্তি বলা হয়।

 

common.content_added_by

মার্শাল প্লান

412
412
  • ঘোষণার সাল- ১৯৪৭ সালের ৫ জুন
  • ঘোষণার উদ্দেশ্য- রাশিয়ার প্রভাব থেকে ইউরোপকে মুক্ত রাখার জন্য। 
  • প্রণয়ন করেন- সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল ।
  • বিষয়বস্তু: একটি আর্থিক প্যাকেজ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপকে সমাজতান্ত্রিক বলয় থেকে মুক্ত রাখতে এটি গৃহীত হয়।
  • পশ্চিম ইউরোপের ১৬টি রাষ্ট্রকে মোট ১৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করা হয়।
common.content_added_by

ডমিনো তত্ত্ব

443
443
common.please_contribute_to_add_content_into ডমিনো তত্ত্ব.
common.content

মেক্সিকো যুদ্ধ

494
494

আমেরিকার বিদেশের মাটিতে প্রথম যুদ্ধ

আমেরিকানদের অন্যতম লাভজনক সংঘাত হলো মেক্সিকো যুদ্ধ। ১৮৪৬ থেকে ১৮৪৮ সালের মধ্যে সংঘটিত মেক্সিকো- আমেরিকা যুদ্ধটি হলো বিদেশের মাটিতে আমেরিকার প্রথম যুদ্ধ। এই যুদ্ধটি ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এবং অপ্রস্তুত মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলকের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। এর উদ্দেশ্য ছিল আমেরিকার সীমানাকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা। তৎকালীন আমেরিকা এবং মেক্সিকোর মধ্যবর্তী রিও গ্র্যান্ডে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে একে একে আমেরিকা জিততে থাকে। চূড়ান্তভাবে জয়ী হওয়ার পর মেক্সিকোর ভূখণ্ডের ৩ ভাগের ১ ভাগ ভূখণ্ড আমেরিকার দখলে চলে আসে।

 

common.content_added_by

মার্কিন প্রেসিডেন্ট

694
694
common.please_contribute_to_add_content_into মার্কিন প্রেসিডেন্ট.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

এ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ
মার্চ অব পেঙ্গুইন
দ্যা গ্রাউন্ড ট্রুথ
ডেলিভার আস ফ্রম এভিল
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
জনগণের সরাসরি ভোটে
সিনেটের মাধ্যমে
ইলেকটোরাল কলেজের মাধ্যমে
প্রতিনিধি পরিষদের মাধ্যমে

জর্জ ওয়াশিংটন

502
502
  •  আমেরিকার রাজধানী জর্জ ওয়াশিংটনের নামে
  • প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৭৭৯ সালে
  • তিনি স্বাধীনতা সংগ্রামের সময় সেনাধ্যক্ষ ছিলেন।
common.content_added_by

আব্রাহাম লিংকন

455
455
  • ১৮৬৩ সালে Emancipation Proclamation ঘোষণা করেন 
  • ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
  • তাঁর সময়ে আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৩) হয়। ১৮৬৫ সালে আততায়ীর গুলিতে মারা যায়।
  •  তিনি 'গ্রিনব্যাক নামে এক ধরনের কাগজের মুদ্রা চালু করেন। ১৮৬৩ সালে তিনি দুই মিনিট স্থায়ী বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন।
  •  তাঁর দুটি বিখ্যাত উক্তি-

১. বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী।

২. Democracy is a government of the people by the people and for the people.

 

common.content_added_by

ড. উড্রো উইলসন

512
512
  • প্রথম বিশ্বযুদ্ধেরে সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
  • তিনি ছিলেন ২৮ তম প্রেসিডেন্ট।
  • জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় ‘চৌদ্দ দফা' ঘোষণা করেন।
  • লিগ অব ন্যাশনসের নামকরণ করেন।
     
common.content_added_by

ফ্রঙ্কলিন ডিলানো রুজভেল্ট

466
466
common.please_contribute_to_add_content_into ফ্রঙ্কলিন ডিলানো রুজভেল্ট.
common.content

হ্যারি এস ট্রুম্যান

504
504
  • ট্রুম্যান ডক্টিন এর জন্য বিখ্যাত ।
  • তিনি ছিলেন ৩৩তম প্রেসিডেন্ট।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে দায়িত্ব পালন করা এই মার্কিন প্রেসিডেন্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণা দেন।
common.content_added_by

জন এফ কেনেডি

466
466
common.please_contribute_to_add_content_into জন এফ কেনেডি.
common.content

নিক্সন

444
444
  • ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত।
  • যুক্তরাষ্ট্রের পদত্যাগকারী প্রেসিডেন্ট। 
  • আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
common.content_added_by

জিমি কার্টার

551
551
  • বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষর করার সময় মধ্যস্থতাকারী ছিলেন।
  • ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন।
  • তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- 'White House Diary.
common.content_added_by

রোনাল্ড রিগ্যান

446
446
  • হলিউডের অভিনেতা ছিলেন।
  • তিনি ছিলেন ৪০তম প্রেসিডেন্ট। 
  • যুক্তরাষ্ট্র গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান।
common.content_added_by

বিল ক্লিনটন

453
453
  • ২০০০ সালে তিনি ১ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।
  • ৪২তম প্রেসিডেন্ট।
  • তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-

'My Life'.

The President is Missing (Novel).

common.content_added_by

জর্জ বুশ

487
487
  • তিনি ছিলেন সাবেক ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পিতা ।
  • তিনি পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়েগাকে উৎখাত করেছিলেন। 
  • তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে ছাত্রদের ওপর নিগ্রহের পর চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বুশ সরকার।
common.content_added_by

জর্জ ডব্লিউ বুশ

544
544
  • ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট
  • তাঁর সময়ে আল কায়দা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার, পেন্টাগনসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বিমান হামলা চালায় যা Nine-eleven নামে পরিচিত।
  • টুইন টাওয়ারের ধ্বংসস্তুপটি এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত
  • সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে
  • Oppression enduring freedom পরিচালনা করেন । 
  • ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে আক্রমণ করেন war on terror নামে।

 

common.content_added_by

বারাক ওবামা

550
550
  • ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট।
  •  প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট কেনীয় বংশোদ্ভূত।
  • ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন সামরিক বন্দীশালা গুয়ানতানামো বে ২০০৯ সালে বন্ধ ঘোষণা করেন।
  •  ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • ইলিনয় রাজ্যের সিনেটর ছিলেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জো বাইডেন

468
468
  • সবচেয়ে বেশি বয়সে (৭৭ বছর বয়সে) মার্কিন প্রেসিডেন্ট (৪৬তম) নির্বাচিত হন।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট লাভ করেন। 
  • তিনি দীর্ঘসময় ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর (১৯৭৩- ২০০১) হিসেবে দায়িত্ব পালন করেন।
  •  তিনি আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জো বাইডেনের বিখ্যাত গ্রন্থ:

“Promises to Keep ”

"Promise Me, Dad"

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট

462
462
  • ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। 
  • ক্ষমতায় ছিলেন- ১২ বছর (দুই মেয়াদের বেশি)।
  • ৩২ তম মার্কিন প্রেসিডেন্ট।
  • জাতিসংঘ নামকরণ করেন।
common.content_added_by

জন এফ কেনোডি

537
537
  • পুলিত্জার পুরস্কার লাভ করেন।
  • তিনি ছিলেন আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট।
  • তাঁর বিখ্যাত উক্তি-

Ask not what your country can do for you, ask you can do for your country.

Let us never negotiate out of fear, but let us never fear to negotiate.

common.content_added_by

আমেরিকার সংবিধান, পার্লামেন্ট ও নির্বাচন

1.5k
1.5k

আমেরিকার সংবিধান

  • সংবিধান গৃহীত হয় ১৭৮৭ সালের ফিলাডেলফিয়ায় ।
  • নাগরিক অধিকার সম্পর্কিত প্রথম ১০ সংশোধনীকে বলা হয় বিল অব রাইটস'।
  • 'বিল অব রাইটস' মার্কিন সংবিধানে অন্তর্ভূক্ত হয় ১৭৯২ সালে
  • বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
  • মার্কিন সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা- ৭টি।
  • আমেরিকায় নারীর ভোটাধিকার স্বীকৃত হয় ১৯২০ সালে।
  • মার্কিন সংবিধানের সর্বপ্রথম স্বাক্ষর করেন জর্জ ওয়াশিংটন।
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম- কংগ্রেস (দ্বিকক্ষবিশিষ্ট), ভবনের নাম ক্যাপিটাল হিল ।
  • প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ২৭০টি।
  • সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট (৫৫টি) রয়েছে- ক্যালিফোর্নিয়া (জনসংখ্যায় বৃহত্তম)।

 

পার্লামেন্ট ও নির্বাচন

  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম- কংগ্রেস (দ্বিকক্ষবিশিষ্ট)
  • মোট আসন সংখ্যা ৫৩৮ টি 

কংগ্রেস 

আসন সংখ্যা 

উচ্চ কক্ষ (সিনেট)

১০০টি

নিম্ন কক্ষ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ)

৪৩৫ টি 

সংরক্ষিত আসন

৩ টি 

  • প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন- ২৭০ টি ইলেক্টোরাল ভোট
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৈষম্য বিষয়ক একটি তত্ত্ব- ব্রাডলি ইফেক্ট। 
  • প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যাকে ভাইস প্রেসিডেন্ট বানাবেন তাকে বলা হয়- রানিং মেট।

 

common.content_added_and_updated_by

চরম অর্থনৈতিক মন্দা (Great Depression)

557
557
  • ১৯২৯ সালের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধ্বসের মাধ্যমে (Black Tuesda) বিশ্বব্যাপী চরম  অর্থনৈতিক মন্দা (Great Depression) শুরু হয়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সালে নির্বাচিত হয়ে মহামন্দা মোকাবিলায় 'নিউ ডিল' ব্যবস্থা প্রবর্তন করেন।
  • অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল- ১৯২৯ সালের ৪ সেপ্টেম্বর এবং চলেছিল ১৯৪১ সাল পর্যন্ত।

 

common.content_added_by

তারকা যুদ্ধ

793
793
  • মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত। একে সমালোচকরা নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
  • ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তারকা যুদ্ধের বিষয়টি স্তিমিত হয়ে যায়।
common.content_added_by

কন্টেইনমেন্ট পলিসি

488
488
  • প্রকাশের সাল ১৯৪৬ খ্রিস্টাব্দ।
  •  নীতি প্রকাশ করেন মার্কিন কূটনীতিক জন এফ কেনান।
  • লক্ষ্য- স্নায়ুযুদ্ধকালীন কমিউনিজমের বিস্তার রোধ। 
common.content_added_by

ডমিনো তত্ব

439
439

লক্ষ্য- পঞ্চাশের দশকে ইন্দোচীনে সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। 

 তত্ত্বে বলা হয়েছে- কোন একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।

common.content_added_by

কানাডা

480
480

কানাডা (Canada) উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র। এর দশটি প্রদেশ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত (Pacific) মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। উত্তর আমেরিকার উত্তর-পূর্বাংশে যে প্রাচীন শিলা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Canada
  • রাজধানীঃ অটোয়া
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

 

জেনে নিই 

  • উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশের নাম- কানাডা ।
  • কানাডার রাজধানী- অটোয়া।
  • কানাডার বিখ্যাত শহর- টরেন্টো, মন্ট্রিল ও ভিক্টোরিয়া।
  • ম্যাপল পাতার দেশ নামে খ্যাত- কানাডা। কানাডা বিখ্যাত- কাগজ শিল্পের জন্য।
  • 'লো সিল্ক ট্রেড প্রোগ্রাম' জড়িত- কানাডার সাথে।
  • লিলি ফুলের দেশ বলা হয়- কানাডাকে ।
  • কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে।
  • কানাডার জাতীয় টাওয়ার টরেন্টোতে অবস্থিত- সিএন টাওয়ার।
  • কানাডায় ফরাসি ভাষী জনগোষ্ঠী সবচেয়ে বেশি বাস করে- কুইবেক প্রদেশে।
  • কুইবেককে বলা হয়- পশ্চিমের জিব্রাল্টার কানাডা।
  • শান্তি সেতু (Peace Bridge) যুক্তরাষ্ট্র- কানাডা সীমানায় নায়াগ্রা নদীর উপর। 
  • আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত- নায়াগ্রা ।
  • নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানায় অবস্থিত।
  • উত্তর আমেরিকার বৃহত্তম পার্ক উড রাফালো- ন্যাশনাল পার্ক । 

 

common.content_added_by

মেক্সিকো

478
478
  • রাষ্ট্রীয় নামঃ The United Mexican States
  • রাজধানীঃ ম্যাক্সিকান সিটি
  • ভাষাঃ স্প্যানিশ
  • মুদ্রাঃ ম্যাক্সিকান পেসো

জেনে নিই 

  • কানকুন অবস্থিত- মেক্সিকো।
  • মেক্সিকো এর রাজধানী- মেক্সিকো সিটি মেক্সিকোকে বলা হয় পর্বত মধ্যবর্তী মালভূমি ।
  • গ্লোবাল গ্যাগ রুল- মেক্সিকো সিটিকে নিয়ে পলিসি।
  •  ১৮৪৬ সালে সংঘটিত হয় মেক্সিকো-আমেরিকা যুদ্ধ ।
  • প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা ‘মায়া সভ্যতা' গড়ে উঠেছিল মেক্সিকোতে।
  • ইউকাটাল খাল সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরকে ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion