শিক্ষা

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
1.6k
1.6k

শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বহিঃপ্রকাশ বা বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education এসেছে ল্যাটিন শব্দ Educare থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।

জেনে নিই

  • Education- শব্দটি এসেছে: ল্যাটিন ভাষা থেকে।
  • সংবিধানের যে অনুচ্ছেদে সার্বজনীন শিক্ষা সুবিধার উল্লেখ আছে: ১৭ নং অনুচ্ছেদে ।
  • দেশে বর্তমানে পাঠ্য পুস্তক দিবস পালিত হয়। ১ জানুয়ারি।
  • বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: ০৩ স্তরবিশিষ্ট (প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা)
  • ভারতীয় উপমহাদেশে প্রাচীন শিক্ষা ব্যবস্থার ভিত্তি মতবাদ: দার্শনিক ও আধ্যাত্মিক।
  • বাংলাদেশী নাগরিকদের শিক্ষার প্রতি রাষ্ট্রীয় দায়িত্বসমূহ বর্ণনা করা হয়েছে সংবিধানের ১৫(ক), ১৭ এবং ২৮(৩) নং অনুচ্ছেদে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দেশের শিক্ষা প্রতিষ্ঠান

677
677

দেশের প্রথম কিছু শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানসালবিবরণ
রাজশাহী কলেজিয়েট স্কুল১৮২৮
  • পূর্ব বাংলায় স্থাপিত প্রথম বালক স্কুল ।
  • উইলিয়াম বেন্টিংক শিক্ষার প্রসারে এটি প্রতিষ্ঠিত ইংরেজি.
ঢাকা কলেজিয়েট স্কুল১৮৩৫ঢাকা শহরে স্থাপিত প্রথম বিদ্যালয়।
ঢাকা কলেজ১৮৪১উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
বেথুন কলেজ, কলকাতা১৮৪৯বাংলার ইতিহাসে প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান
ইডেন মহিলা কলেজ১৮৭৩পূর্ব বাংলার প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়১৯৩৮দেশের প্রথম কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
শাবিপ্রবি, সিলেট১৯৮১দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

শিক্ষা কমিশন

1.8k
1.8k

দেশের প্রথম শিক্ষা কমিশন: কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন (১৯৭৪)

  • কুদরত-ই- খুদা শিক্ষা কমিশনের সুপারিশের আলোকে জাতীয় কারিকুলাম এবং সিলেবাস প্রণয়নের জন্য দেশের ৫১ জন স্বনামধন্য শিক্ষাবিদকে নিয়ে ১৯৭৬ সালে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
  • কমিশন রিপোর্টর নাম: বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট- ১৯৭২।
  • কমিশন রিপোর্ট প্রকাশ করা হয়- ১৯৭৪ সালে ।
  • কমিশনের প্রধান ড. কুদরত-ই-খুদা
  • কুদরত-ই-খুদা কমিশন অনুযায়ী শিক্ষার স্তর ৩টি যথাঃ
  1. প্রাথমিক শিক্ষা: ৮ম শেণি পর্যন্ত
  2. মাধ্যমিক শিক্ষা নবম থেকে দ্বাদশ শিক্ষা
  3. স্নাতক শিক্ষা: ৪ বছর

সর্বশেষ ৩য় শিক্ষা কমিশন ২০০৯

১৯৭৪ সালের কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশন রিপে আলোকে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই কমিটির সুপারিশেই ২০১০ সালের শিক্ষানীতি প্রণীত হয়।

  • শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির চেয়ারম্যান কবীর চৌধুরী
  • জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বাংলাদেশের শিক্ষাস্তর।
  1. প্রাথমিক শিক্ষার স্তর হবে ৮ বছর (প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি)
  2. মাধ্যমিক শিক্ষার স্তর হবে ৪ বছর (৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি)
  3. উচ্চতর শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি।

প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়

  • দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ১৯৯০ সালে।
  • দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয় ১৯৯২ সালে।
  • সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
  • প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় ২০০২ সালে ।
  • প্রাথমিক শিক্ষা সমাপনী (PEC) পরীক্ষার প্রচলন করা হয় ২০০৯ সালে।
  • বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স: ৬-১১ বছর।
  • প্রাথমিকে শিক্ষকতায় নারী শিক্ষক নিয়োগ দান করা হয় ৬০ ভাগ ।
  • উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ১৯৩০ সালে ।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন ১৯৭৩ সালে।
  • প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪)।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
মনিরুজ্জামান মিয়া কমিশন
মফিজ কমিশন
শামসুল হক কমিশন
আকরাম খান কমিশন
শরীফ কমিশন
সামসুল হক কমিশন
কুদরতই-খুদা কমিশন
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক এম শামসুল হক
অধ্যাপক কবীর চৌধুরী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

1.2k
1.2k
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয়- ২০০৩ সালে।
  • প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৯৯২ সালে।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

DPE - Directorate of primary education

702
702
  • পূর্ণরূপ: Directorate of Primary Education (DPE)
  • গঠিত হয় ১৯৮১ সালে
  • সদর দপ্তর: মিরপুর, ঢাকা।
  • সহযোগিতায় বিশ্ব ব্যাংকের International Development Association (IDA)
common.content_added_by

IDA- international development association

709
709
  • প্রতিষ্ঠিত হয় ১৯৬০
  • Soft loan window বলা হয় IDA এর কণকে।
  •  উদ্দেশ্য- সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

International Development Authority
Inland Development Authority
Inland Development Authority
International Development Association
মাইক্রোক্রেডিট
সফটলোন
বাণিজ্যিক ঋণ
পণ্য সাহায্য
শিল্প ঋণ

NAPE- National academy for primary education

667
667
  • NAPE প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণাধর্মী জাতীয় প্রতিষ্ঠান।
  • সদর দপ্তর ময়মনসিংহ
  • জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠিত। ১৯৮৫ সালে।
  • পূর্ণরূপ: National Academy for Primary Education (NAPE)
common.content_added_by

BNFF- Bureau of non formal education

647
647
  • আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিতদের কাজ-শিক্ষা- সুযোগ নিশ্চিতকরণ
  • পূর্ণরূপ: Bureau of Non-Formal Education (BNFE)
  • কার্যালয়: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
common.content_added_by

মাধ্যমিক ও সংশ্লিষ্ট শিক্ষা বিষয়

473
473
  • মাধ্যমিক স্তরে দেশে প্রথম সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়- ২০১০ সালে।
  • দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়- ২০১০ সালে।
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (BMTTI) গাজীপুর।
  • সুবিধাবঞ্চিতদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন” প্রণয়ন করা হয়- ২০১২ সালে।
common.content_added_by

শিক্ষা মন্ত্রণালয়

572
572

মন্ত্রণালয় সাল
শিক্ষা, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়১৯৭২
শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়১৯৭৪
শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়১৯৮৪
শিক্ষা মন্ত্রণালয়১৯৯৩
  • মুজিবনগর সরকারের শিক্ষামন্ত্রী: তাজউদ্দিন আহমদ।
  • ১৯৭৩ সালের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী: অধ্যাপক এম ইউসুফ আলী।
  • বর্তমান শিক্ষামন্ত্রী: ডা. দীপু মনি [ প্রথম নারী]
  • শিক্ষা মন্ত্রণালয়েল অধীনে বিভাগ আছে: ২টি যথাক্রমে: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা ।
common.content_added_by

মাউশি

479
479
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
  • প্রতিষ্ঠা: ১৮২৩ সালে।
common.content_added_by

NAEM

851
851
  • পরিচয়: শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান।
  • পূর্ণরূপ: National Academy for Educational Management (NAEM)
  • প্রতিষ্ঠা: ১৯৫৯ সালে।
common.content_added_by

NCTB- National curriculum and textbook board

900
900
  • পরিচয়: জাতীয় শিক্ষাক্রম বা সিলেবাস উন্নয়ন ও পরিমার্জনের শীর্ষ কর্তৃপক্ষ।
  • পূর্ণরূপ: National Curriculum and Textbook Board
  • প্রতিষ্ঠা: ১৯৮৩ সালে।
  • প্রধান কার্যালয়: মতিঝিল, ঢাকা।
common.content_added_by

BanBEIS- Bangladesh bureau of education information and statistics

889
889
  • পূর্ণরূপ: Bangladesh Bureau of Educational Information and Statistics
  • প্রতিষ্ঠা: ১৯৭৭ সালে।
  • প্রধান কার্যালয়: পলাশী-নীলক্ষেত, ঢাকা
common.content_added_by

NTRCA

871
871
  • পরিচয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠান।
  • পূর্ণরূপ: Non-Government Teachers Registration and Certification Authority
  • প্রতিষ্ঠা: ২০০৫
  • প্রধান কার্যালয়: রমনা, ঢাকা
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

কারিগরি শিক্ষা বোর্ড - BTEB

1.2k
1.2k
  • পূর্ণরূপ: Bangladesh Technical Education Board
  • গঠন: ১৯৫৪ সাল।
common.content_added_by

শিক্ষা বোর্ড

1.1k
1.1k
  • ঢাকা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় ৭ মে, ১৯২১ সালে।
  • বাংলাদেশের প্রথম শিক্ষাবোর্ড: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-৯ টি ।
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড- ১ টি।
  • কারিগরি শিক্ষা বোর্ড- ১ টি।
  • বাংলাদেশে মোট শিক্ষাবোর্ড- ১১ টি।
  • ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠানের দায়িত্ব পালন করে: কারিগরি শিক্ষা বোর্ড ।
  • দেশের সর্বশেষ শিক্ষাবোর্ড: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ (১১তম, ২০১৭ সালে প্রজ্ঞাপন)।
common.content_added_by

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

566
566
  • বাংলাদেশের সকল পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থার।
  • পূর্ণরূপ: University Grants Commission (UGC)
  • প্রতিষ্ঠা: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
  • প্রধান কার্যালয়: আগারগাঁও, ঢাকা।
  • বর্তমান চেয়ারম্যান: প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
common.content_added_by

ঢাকা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়

2.2k
2.2k

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্লোগান- ‘শিক্ষাই আলো’
  • নীতিবাক্য- সত্যের জয় সুনিশ্চিত।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়- ১ জুলাই, ১৯২১ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল ৩ টি কলা, বিজ্ঞান ও আইন অনুষদ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্বনাম একসময় চামেলি হাউজ ছিল- রোকেয়া হল ।
  • কার্জন হল অবস্থিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (প্রতিষ্ঠা- ১৯ ফেব্রুয়ারি ১৯০৪)।
  • প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল- ঢাকা হল (শহিদুল্লাহ হল), সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল ।

প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিষয়

সংখ্যা

অনুষদ

০৩ টি

বিভাগ

১২ টি

হল

০৩টি

শিক্ষার্থী

৮৭৭ জন

শিক্ষক

১২ জন

আয়তন

৬০০ একর

জেনে নিই

  • প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ১বার- ৭ ফেব্রুয়ারি, ১৯২৬ সালে ।
  • রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন ২ বার ১৮৯৮ ও ১৯২৬ সালে।
  • প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন- ১৯৬৫ সালে।
  • ড. মুহাম্মদ শহিদুল্লাহ ও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী- বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন।
  • বঙ্গবন্ধু ছিলেন- আইন বিভাগের ছাত্র, বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে- ইতিহাস বিভাগে।
  • বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদ হন- বরকত (রাষ্ট্রবিজ্ঞান)।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস- ২৩ আগস্ট [২০০৭ সালে সেনা হামলার প্রতিবাদে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস- ১৫ অক্টোবর [১৯৮৫ সালে জগন্নাথ হলে দূর্ঘটনার স্মরণে]
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেন- নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অনাবাসিক হল বলা হয়- কার্জন হলকে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে।
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দার্শনিক শহীদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব (দর্শন বিভাগ)।
  • মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরহত্যা চালানো হয়- জগন্নাথ হল এবং ইকবাল হলে (বর্তমান নাম জহুরুল হক হল)।

যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম

ব্যক্তি

আচার্য

লরেনস ডানডাস

মুসলিম উপাচার্য

স্যার এ এফ রহমান

বাঙ্গালী উপাচার্য

স্যার এ.এফ রহমান

পি এইচ ডি

জি. সি আই

নারী ডক্টরেড ডিগ্রি

ড. নীলিমা ইব্রাহীম

উপাচার্য

পি জে হার্টগ

প্রথম মুসলিম ছাত্রী

ফজিলাতুন্নেছা জোহা (গণিত)

ছাত্র থেকে উপাচার্য

মোয়াজ্জেম হোসেন(১৯৫২)

প্রথম শিক্ষিকা

করুণা কুনা গুপ্তা

প্রথম ছাত্রী

লীলা নাগ (ইংরেজি)

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নাথান কমিশন

1.4k
1.4k

ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।

জেনে নিই

  • উদ্দেশ্য: ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • নাথান কমিশন প্রতিষ্ঠা: ২৭ মে, ১৯১২ সালে।
  • নাথান কমিশনের সদস্য ১৩ জন।
  • কমিশনের প্রধান ব্রিটিশ ব্যারিস্টার মিস্টার রবার্ট নাথান ।
  • কমিশন রিপোর্ট (ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট) জমা দেয় ১৯১৩ সালে।
  • কমিশনের সচিব ছিলেন ডি এস ফ্রেজার।
  • কমিশনের রিপোর্ট দিল্লির বিধানসভায় পাশ হয় ১৯২০ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ১ জুলাই, ১৯২১ সালে লর্ড রিভিং এর সময়ে।
common.content_added_by

ডাকসু (DACSU)

565
565
  • Dhaka University Central Students' Union (DUCSU)
  • প্রতিষ্ঠা- ১৯২৩ সালে কিন্তু প্রথম ডাকসু গঠন ১৯২৪ সালে।
  • ডাকসুর প্রথম ভিপি- মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক যথাক্রমে যোগেন্দ্রনাথ দত্ত।
  • ডাকসুর একমাত্র মহিলা ভিপি ছিলেন মাহফুজা খানম।
  • ডাকসুর মোট সদস্য ২৫ জন।
  • সর্বশেষ ভিপি নুরুল হক নূর।
common.content_added_by

রাজশাহী বিশ্ববিদ্যালয়

643
643
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে।
  • দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় (আয়তনে ও প্রতিষ্ঠায়)।
  • ১৯১৭ সালের স্যাডলার কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত।
  • প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত।
  • অবস্থান: মতিহার, রাজশাহী।
  • প্রথম ভিসি- ইতরাত হোসেন জুবেরী।

 

common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

524
524
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  • বাংলাদেশের কৃষিশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বিদ্যাপীঠ
  • প্রথম ভিসি- ড. ওসমান গনি
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বুয়েট- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

1.2k
1.2k
  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে।
  • প্রতিষ্ঠাকালীন নাম ছিল- ঢাকা সার্ভে স্কুল (১৮৭৬)
  • আহসানউল্লাহ্ ইঞ্জিনিয়ারিং স্কুল নাম হয়- ১৯০৮ সালে।
  • প্রথম ভিসি- এম এ রশীদ

common.content_added_and_updated_by

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

538
538
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
  • আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়
  • অবস্থান: হাটহাজারী, চট্টগ্রাম
  • প্রথম ভিসি- আজিজুর রহমান মল্লিক
common.content_added_by

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

457
457
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
  • বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়।
  • প্রতিষ্ঠাকালীন নাম- জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়।
  • প্রথম ভিসি- অধ্যাপক আলী আহসান।
common.content_added_by

জাতীয় বিশ্ববিদ্যালয়

571
571
  • জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে ।
  • নীতিবাক্য: সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী।
  • অবস্থান: বোর্ড বাজার, গাজীপুর।
  • প্রথম ভিসি- অধ্যাপক এম এ বারী।


common.content_added_by

বিভিন্ন গ্রন্থাবলী

606
606
common.please_contribute_to_add_content_into বিভিন্ন গ্রন্থাবলী.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

কার্ল মার্কস
জেন অস্টিন
মন্টেস্কু
লিও টলস্টয়
শর্মিষ্ঠা
রাজসিংহ
পলাশীর যুদ্ধ
রক্তাক্ত প্রান্তর

আমাদের ছোট রাসেল সোনা

মমতা মাখা একটি নাম রাসেল

রাসেলের দিনগুলি

আমাদের ছোট রাজকুমার

লেখক-লেখিকা (জাতিয় ও আন্তর্জাতিক)

521
521
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion