পূর্ব আফ্রিকা

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
644
644

রাষ্ট্রীয় নাম 

রাজধানী 

মুদ্রা 

কেনিয়া 

নাইরোবি 

শিলিং 

তাঞ্জানিয়া 

দারুস সালাম, দোদোমা 

শিলিং 

মাদাগাস্কার 

আনতানারিভা 

এরিয়ারি 

সিচিলিস 

ভিক্টোরিয়া 

রুপি 

কমোরোস 

মরোনি 

ফ্রাঙ্ক 

জিবুতি 

জিবুতি 

ফ্রাঙ্ক 

সোমালিয়া 

মোগাদিসু 

শিলিং 

মালাবি 

লিলাংগুয়ে 

কোয়াচ 

জিম্বাবুয়ে 

হারাবে 

ডলার 

মোজাম্বিক 

মাপুতে 

মেটিছল 

মরিশাস 

পোর্ট লুইস 

রুপি 

ইথিওপিয়া 

আদ্দিস আবাবা

বির 

ইরিত্রিয়া 

আসমারা 

নাকফা

ইসওয়াতিনি 

মেবেন, লোবাম্বা 

ফ্রাঙ্ক 

 

common.content_added_by

জিম্বাবুয়ে

620
620
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Zimbabwe
  • রাজধানীঃ হারারে
  • ভাষাঃ শোনা, ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

জেনে নিই 

  • জিম্বাবুয়ে শব্দের অর্থ- House of the Chief
  •  জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।
  •  মিলিয়ন টাকার নোট ব্যবহার করে- জিম্বাবুয়েনরা।
  •  উত্তর রোডেশিয়া- জাম্বিয়ার পূর্ব নাম ।
  • City of flowering trees' বলা হয়- জিম্বাবুয়ের হারারেকে।
  •  জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম- সলসবেরি।
  • জিম্বাবুয়ে ছিল- যুক্তরাজ্যের উপনিবেশ।

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রোডেশিয়া
গ্রীন ল্যান্ড
গোল্ড কোস্ট
পীট্রোরিয়া
দক্ষিণ রোডেশিয়া
উত্তর রোডেশিয়া
আপার ভোল্টা
নিয়াসীল্যান্ড

ইথিওপিয়া

564
564
  • রাষ্ট্রীয় নামঃ Peoples Democratic Republic of Ethiopia
  • রাজধানীঃ আদ্দিস আবাবা
  • ভাষাঃ আমহারিক
  • মুদ্রাঃ বির

জেনে নিই 

  • ইথিওপিয়ার পূর্ব নাম- আবিসিনিয়া
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশের সংখ্যা ছিল- ৩ টি মিসর, ইথিওপিয়া ও লাইবেরিয়া।
  •  প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকার স্বাধীন ছিল-১টি দেশ (লাইবেরিয়া)
  • ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য- ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে- ইথিওপিয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ।
     
common.content_added_by

কেনিয়া

573
573
  •  রাষ্ট্রীয় নাম: The Republic of Kenya
  • রাজধানীঃ নাইরোবি
  • ভাষাঃ ইংরেজি 
  • মুদ্রাঃ সিলিং 

জেনে নিই 

  • কেনিয়ায় বসবাসরত যোদ্ধা জাতি- মাসাই জাতি
  • কেনিয়া অবস্থিত- পূর্ব আফ্রিকায়
  • মাও মাও বিদ্রোহী দল- কেনিয়ার
common.content_added_by

মরিশাস

545
545
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Mauritius
  • রাজধানীঃ পোর্ট লুইস
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ  রুপি

 

জেনে নিই 

  •  মরিশাসের অধিকাংশ অধিবাসীরা ভারতের বংশোদ্ভূত 
  • মরিশাস অবস্থিত- ভারত মহাসাগরে
  • মরিশাসের প্রধান শিল্প- পর্যটন
  • আফ্রিকান যে দ্বীপটি পর্যটন শিল্পে সমৃদ্ধ- মরিশাস

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রশান্ত মহাসাগরে

আরব সাগরে

আটলান্টিক মহাসাগরে

ভারত মহাসাগরে

সোমালিয়া

531
531
common.please_contribute_to_add_content_into সোমালিয়া.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

মাদাগাস্কার

942
942
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Madagascar
  • রাজধানীঃ আনতানানারিভো
  • ভাষাঃ মালাগাছি
  • মুদ্রাঃ আরিয়ারি

জেনে নিই 

  • মাদাগাস্কার এর অন্য নাম- মালাগাছি।
  • মালাগাছি দ্বীপটি আফ্রিকা মহাদেশের- সর্ববৃহৎ দ্বীপ ।
  •  মাদাগাস্কার স্বাধীনতা লাভ করে- ১৯৬০ সালে ।
  •  দ্বীপটি প্রথম আবিষ্কার করে- পর্তুগিজ নাগরিক দিয়াগো দিয়াজ।
  • ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ- মাদাগাস্কার।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion